আম চাষ পদ্ধতি

ইংরেজী নামঃ Mangoবৈজ্ঞানিক নামঃ Mangifera indicaপরিবারঃ Anacardiaceae পরিচিতিঃ আম চির সবুজ বৃক্ষ। এ গাছের প্রধান কান্ডটি সরল এবং প্রকান্ড হয়ে থাকে। এর উপরই শাখা প্রশাখা জন্মে ক্রমে ছাতার রূপ নেয়। আম গাছ জাত বিশেষে ৭.৫-৩০.০ মিটার পর্যন্ত উঁচু হয়। এর বিস্তার ৬-১৮ মিটার পর্যন্ত হয়ে থাকে। পাতা দীর্ঘ, বর্শাকৃতি ও মসৃণ। পাতাগুলো প্রশাখার গায়ে সর্পিলাকারে বা স্পাইরালী বিন্যস্ত থাকে।…