সুন্দরবনের জলকণায় সোনা ফলে
বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট সুন্দরবনটার অবয়ব হলো কোথাও ঢালু, আবার কোথাও সমান জায়গা। এখানকার সম্পদ সমৃদ্ধির একমাত্র উপযোগ হলো জোয়ার এবং ভাটায় জল আসা ও যাওয়া। ৬০১৭ বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে আছে ৪৫০ টি নদী ও খাল। যার আয়তন হলো ১৮০৫ বর্গ কিলোমিটার। বন, জল এবং তা থেকে উৎপাদিত সামগ্রি আহরণকে ঘিরে। এই বনে যে জল…