ইপিল-ইপিলের অনিষ্টকারী পোকা-মাকড় ও দমন ব্যবস্থা
পোকার নামঃ সাইলিড পোকা ক্ষতির ধরনঃ১) কচি পাতা, কান্ড, কুঁড়ি ইত্যাদি থেকে রস শুষে নেয়, এতে পাতা এবং কচি অংশসমূহ হলুদ হয়ে কুঁকড়ে যায় এবং শুকিয়ে যায়। ফলে গাছ দুর্বল হয়ে যায় এবং এক সময় মারা যায়।২) এ পোকা এক ধরনের মিষ্টি পদার্থ নি:সৃত করে যার ফলে ছত্রাকের আক্রমনও ঘটে। প্রতিকারঃ১) সাইলিড প্রতিরোধক জাত রোপণ…