পোকার নামঃ সাইলিড পোকা
ক্ষতির ধরনঃ
১) কচি পাতা, কান্ড, কুঁড়ি ইত্যাদি থেকে রস শুষে নেয়, এতে পাতা এবং কচি অংশসমূহ হলুদ হয়ে কুঁকড়ে যায় এবং শুকিয়ে যায়। ফলে গাছ দুর্বল হয়ে যায় এবং এক সময় মারা যায়।
২) এ পোকা এক ধরনের মিষ্টি পদার্থ নি:সৃত করে যার ফলে ছত্রাকের আক্রমনও ঘটে।
প্রতিকারঃ
১) সাইলিড প্রতিরোধক জাত রোপণ করা যেতে পারে।
২) মাকড়সা, ড্রাগন ফ্লাই ইত্যাদি পোকার প্রাক্রতিক শত্রু ব্যবহার করতে হবে।
৩) ম্যালাথিয়ন—৫৭ ইসি প্রতি ১০ লি. পানিতে ১৫ মি.লি. হারে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়।
পোকার নামঃ বীজ এর উইভিল
ক্ষতির ধরনঃ
১) বীজকে মাঠে এবং গুদামে আক্রমন করে। আক্রমনের ফলে বীজ অপরিপক্ক অবস্থায় ঝরে যায় এবং অংকুরোদগম হয় না।
২) কাঁচা ফলে আক্রমন বেশী হয় যা ফলের গায়ে দাগ এবং ছিদ্র দ্বারা বুঝা যায়।
৩) লাভার্ সাধারণত: গুদামজাত বীজের ভেতরের শাঁস খেয়ে ফেলে এবং ছিদ্র করে দেয়। বীজ এর মধ্যে পিউপা তৈরী করে এবং পরবতীর্তে পূর্ণ বয়স্ক পোকা ছিদ্রপথে বীজ থেকে বেরিয়ে আসে।
প্রতিকারঃ
১) আক্রমন শুরু হওয়ার পূর্বেই বীজ সংগ্রহ করে ব্যাগে ভরে ফেলতে হবে।
২) স্বাস্থ্যবান বীজ সংগ্রহ করতে হবে এবং ভালোভাবে শুকিয়ে পুনরায় ঠান্ডা করে গুদামজাত করতে হবে।
৩) আক্রমন দেখা দিলে সিষ্টেমিক বালাইনাশক ব্যবহার করা যেতে পারে।
৪) গুদামজাত অবস্থায় আক্রমন দেখা দিলে ফস্টোক্সিন দ্বারা ধুমায়িত করে ভালো ফল পাওয়া যায়।